Buddhdev Bhattacharya: কলকাতা থেকে জেলা একের পর এক মৌন মিছিলে বুদ্ধ স্মরণ

ব্যুরো রিপোর্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা রাজ্যজুড়ে। আজ কলকাতা থেকে জেলা, একের পর এক মৌল মিছিল থেকে স্মরণ করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে।

কলকাতায় আলিমুদ্দিন স্ট্রিটে সকাল থেকেই জাতীয় রাজ্য এমনকি দূরদূরান্ত জেলা থেকে নেতা কর্মী সমর্থকরা আসতে শুরু করেন। শুধু পার্টির কর্মী সমর্থকই নয় প্রচুর সাধারণ মানুষ দল-মত নির্বিশেষে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে লাইন দিয়ে সুশৃংখলভাবে অপেক্ষা করতে থাকেন সিপিএম রাজ্য সদর দপ্তরে।

জেলাগুলিতেও একের পর এক মৌন মিছিলের আয়োজন করা হয়। মিছিলের সামনে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতি এবং অর্ধেক নামানো লাল পতাকা নিয়ে কর্মী সমর্থক সাধারণ মানুষের ঢল নামে রাস্তায় রাস্তায়। কিছু জায়গায় কর্মসূচি শুরু হওয়ার আগেই নামে বৃষ্টি। সেই সমস্ত বাধা উপেক্ষা করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে বৃষ্টিতে ভিজেই মৌন মিছিলে হাঁটেন মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *