WBCS Training: সরকারি উদ্যোগে আমলা তৈরির বিনামূল্যে কর্মশালার আয়োজন, প্রবেশ অবাধ

নিজস্ব সংবাদদাতা, ঘাটাল: সরকারি উদ্যোগে আমলা তৈরির কর্মশালা (WBCS Training) হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। বিনামূল্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে আগামী ৮ জুন, ২০২৫, রবিবার। দুপুর ১২টায় ঘাটাল মহকুমা প্রশাসনের অফিসে বর্ণপরিচয় মুক্তমঞ্চে সিভিল সার্ভিস (WBCS) পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exam) বিষয়ক কর্মশালাটির আয়োজন করা হয়েছে।

ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের তরফে এই কর্মশালায় অংশ নিতে স্নাতক পাঠরত, স্নাতক সম্পূর্ণ, স্নাতকোত্তর, কম্পিটিটিভ পরীক্ষার্থীদের আহ্বান করা হয়েছে। আরও জানানো হয়েছে কোনও প্রবেশমূল্য লাগবে না, অংশগ্রহণও অবাধ।

এই কর্মশালায় ঘাটাল মহকুমার বিভিন্ন আধিকারিকরা উপস্থিত থাকবেন। সেই সঙ্গে আবেদন করা হয়েছে, প্রত্যেকে নিজেদের পরিচিতদের মধ্যে যাতে এই বিষয়টি ছড়িয়ে দেন। যাঁরা পরীক্ষার্থী, সিভিল সার্ভিস অ্যাসপির‍্যান্ট বা অন্য যে কোনও সরকারি চাকরির পরীক্ষার বিষয়ে জানতে বা অন্যকে জানাতে চান তাঁরা মহকুমা শাসকের পোস্টটি শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *