Freedom Fighter: স্বাধীনতা সংগ্রামীর প্রয়ান দিবস উপলক্ষ্যে দলমত নির্বিশেষে মানুষের ঢল

নিজস্ব সংবাদদাতা, দাসপুর: প্রয়াত স্বাধীনতা সংগ্রামী (Freedom Fighter) তথা সিপিএম নেতা, দাসপুরের প্রাক্তন বিধায়ক মৃগেন্দ্রনাথ ভট্টাচার্য্যের (Mrigendranath Bhattacharya) ৫৩তম প্রয়ান বার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন হয় ২০ জুলাই পশ্চিম মেদিনীপুরে দাসপুরের কলোড়া গ্রামে। এই গ্রামেই তাঁর জন্ম।

১৪ জুলাই মৃগেন্দ্রনাথ ভট্টাচার্যের মৃত্যু দিবস। কিন্তু ১৪ জুলাই স্থানীয় সুলতাননগর সমবায় সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রশাসন। তাই ১৪ জুলাইয়ের পরিবর্তে ২০ জুলাই এই সমাবেশের আয়োজন করা হয়। সিপিএমের কলোড়া এরিয়া কমিটির সম্পাদক গণেশ সামন্ত অভিযোগ তোলেন, তৃনমূল কংগ্রেস প্রশাসনকে ব্যবহার করে ১৪ জুলাই সমবায়ে নির্বাচনের দিন ঠিক করে যাতে স্বাধীনতা সংগ্রামী মৃগেন্দ্রনাথ ভট্টাচার্যের প্রায়ন দিবসের সমাবেশ ব্যহত হয়।

২০ জুলাইয়ের এই সমাবেশে শুধু বামপন্থী মানসিকতার মানুষই নন, প্রতি বছরের মতো এবারও দল মত নির্বিশেষে এলাকা এবং এলাকার বাইরের বহু মানুষ অংশ নেন। মহিলা এবং শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রায় এক কিলোমিটার দূর থেকে প্রায় ২০টি শিশু হাতে প্লাকার্ড নিয়ে মিছিল করে সভাস্থলে পৌঁছয়।

সভায় বক্তব্য রাখেন দাসপুরের প্রাক্তন বিধায়ক তথা কৃষক নেতা সুনীল অধিকারী, সিপিএম নেতা শান্তনু চক্রবর্তী, রঞ্জিত পাল। সভাপতিত্ব করেন গণেশ সামন্ত। সভাপতি-সহ সব বক্তারাই মৃগেন্দ্রনাথ ভট্টাচার্যের স্বাধীনতা সংগ্রামে অদম্য লড়াই এবং স্বাধীন ভারতে দাসপুর এলাকায় কৃষক ও ভূমি আন্দোলনের কথা তুলে ধরেন। সেই সঙ্গে তুলে ধরেন, শোষণ মুক্ত সমাজ গড়ে তুলতে গেলে এই স্বাধীনতা সংগ্রামীর ভূমিকা, আদর্শ ভুলে গেলে চলবে না। বর্তমান রাজ্য ও কেন্দ্রের দুর্নীতিগ্রস্ত দুই সরকারের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা ক্ষমতা এবং নীতি নিয়ে চলছে বামপন্থীরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *