নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বেশ কয়েক দিন ধরেই সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল গোটা বাংলাদেশ (Bangladesh Clash)। তার মাঝেই এবার একুশে জুলাইয়ের (21 July) মঞ্চ থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শরণার্থী নিয়মের কথা মনে করেয়ে তিনি বলেন, বাংলাদেশ থেকে যে সব অসহায় মানুষ আসবেন বাংলার দরজা তাঁদের জন্য খোলা থাকছে।
শহিদ দিবসের মঞ্চে বিরোধীদের থেকে এবার দলের নেতা কর্মীদেরই বেশি বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আক্রমণ করেছেন কেন্দ্রের বিজেপি সরকারকেও। পাশাপাশি তাঁর বক্তব্যে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ।
সংরক্ষণ বিরোধী আন্দোলনে এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে। আতঙ্কে ভারত, নেপাল, ভুটান, মলদ্বীপের মতো দেশের সাধারণ মানুষ পড়ুয়ারা বাংলাদেশ ছাড়ছেন। ভারতের সঙ্গে মৈত্রী এক্সপ্রেস বন্ধ রয়েছে। পের্টাপোল সীমান্তে ভারত- বাংলাদেশ বানিজ্য কার্যত বন্ধ। দাঁড়িয়ে রয়েছে হাজার খানেক পন্যবাহী ট্রেন।
অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতির মাঝে এবার ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাদ্যায় বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বলার ভারত সরকার বলবে। আমি এটুকু বলতে পারি, যদি কোনও অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়েন, তাহলে আমরা নিশ্চিতভাবে আশ্রয় দেব। রাষ্ট্রসঙ্ঘের নির্দেশ, কেউ যদি শরণার্থী হন, তাহলে তাঁর পাশের এলাকাকে সেই বিষয়টা সম্মান জানাতে হবে। তবে বাংলাদেশ নিয়ে কোনও প্ররোচনায় পা দেবেন না। । বাংলাদেশে যদি কেউ আটকে থাকেন, আমরা তাঁদের ফেরার ব্যবস্থা করব। এর বেশি আমি কিছু বলতে পারি না’।
এদিন শহিদ দিবসের মঞ্চে উপস্থিত হন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনিও কেন্দ্রের এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করেন। আগামী দিনে বিরোধী জোট যে কেন্দ্রের সরকারকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলবে তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে অখিলেশ এবং মমতার কথায়।