Manish Sisodia: আম আদমি পার্টির বড় জয়, বিনা শর্তে জামিন প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর

ব্যুরো রিপোর্ট: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি আম আদমি পার্টির। ১৭ মাস পর জামিন পেলেন দিল্লি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। কোনও শর্ত ছাড়াই তাঁকে জামিন দেওয়ার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।

আবগারি দুর্নীতির অভিযোগ নিয়ে গত প্রায় দু বছর ধরে তোলপাড় হচ্ছে, দিল্লির রাজ্য রাজনীতি। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছে জাতীয় রাজনীতিতেও।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৬ শে ফেব্রুয়ারি মণীশকে গ্রেফতার করে সিবিআই। তিনি তখন দিল্লির উপমুখ্যমন্ত্রী পদে ছিলেন। তিহার জেল যাওয়ার পরেও কিছুদিন তিনি সেই পদে থাকেন। পরে তিনি জেলে থাকা অবস্থায় উপমুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন।

শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে শুনানির সময় তার জামিন মঞ্জুর করা হয়েছে। জামিনের ক্ষেত্রে কোনও শর্ত আরোপ করা না হলেও তার পাসপোর্ট শীর্ষ আদালতে জমা রাখার কথা বলা হয়েছে এদিন।

৬ অগাস্ট সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ এই মামলায় চূড়ান্ত রায়দান স্থগিত রেখেছিল। সেই সঙ্গে বিচারপতিরা মন্তব্য করেন, দ্রুত অভিযুক্ত আপ নেতার বিরুদ্ধে ট্রায়াল শেষ করতে হবে। বিচারের নামে তাঁকে দীর্ঘদিন আটকে রাখা আইন বিরুদ্ধ ৷ বিচারপতি গাভাই বলেন, “ইতিমধ্যে ১৮ মাস কারাদণ্ড ভোগ করেছেন ৷ এখনও বিচার শুরুই হয়নি। আবেদনকারী দ্রুত বিচারের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ৷ ট্রায়াল কোর্ট এবং হাইকোর্টের এই বিষয়ে যথাযথ মনোযোগ দেওয়া উচিত ছিল।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জেলে রয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। সম্প্রতি তার একটি জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তবে তিনি মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেননি। জেল থেকেই তিনি দায়িত্ব সামলাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *