Bangladesh: এখনও অবাধে খুন আগুন লুঠপাট! অনেক চ্যালেঞ্জের মুখে জ্বলন্ত বাংলাদেশের দায়িত্ব ইউনুসের কাঁধে

ব্যুরো রিপোর্ট: বাংলাদেশে (Bangladesh) এখন জ্বলছে। আন্দোলনকারীদের প্রাথমিক দাবি, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার (Former Bangladesh PM SK Hasina) পদত্যাগের পরও শান্তি ফেরার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না পদ্মাপারের দেশে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নিচ্ছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। সেই সঙ্গে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনলিস্ট পার্টি (বিএনপি) এবং জামাতের প্রভাব বাড়তে দেখা যাচ্ছে। বুধবারই খালেদা জিয়া শান্তি ফিরেয়ে আনার বার্তা দিয়েছেন এবং বিদেশ থেকে তাঁর ছেলেব তারেক রহমান। গোটা বিষয়ের দিকে কড়া নজর রেখে চলেছে ভারত সরকার।

কোটা আন্দোল সে দেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়ি ঘর মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে। আওয়ামি লিগের নেতা সমর্থকদের ঘর দোকান হোটেল জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলার ঘটনাও সামনে আসছে। ঢাকা মেডিক্যালে কার্যত লাশের স্তুপ তৈরি হয়েছে। আবার উল্টো দিকে এমনও ছবি সামনে আসছে যেখানে মুসলিমরা সংখ্যালঘু হিন্দুদের বাড়ি মন্দির পাহারা দিচ্ছেন।

তবে সব কিছুর মধ্যে আন্দোলন এখন তাণ্ডবের জায়গা নিয়ে নিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম সাংবাদিকদের উপরও হামলা চলছে। জেল ভেঙে পালিয়েছে জঙ্গিরাও। ছাত্র আন্দোলন দিয়ে যা শুরু হয়েছিল তা এখন আর কোনও আন্দোলন বলা চলে না। বাংলাদেশ কার্যত জ্বলছে। বাংলাদেশের ভেতরের এবং বাইরের কিছু মানুষের বক্তব্য কিছু সুযোগ সন্ধানী অরাজকতা তৈরি করছে। তার ফলেই এই অবস্থায় চলে গিয়েছে গোটা দেশ।

এই অবস্থায় প্যারিস থেকে বৃহস্পতিবা ঢাকায় পৌঁছে অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেবেন মহম্মদ ইউনুস। এক দিকে এই সরকারের উপর কার্যত নজর রাখছে ভারত সহ গোটা বিশ্ব। কারণ অনেকগুলি চ্যালেঞ্জের মুখে দায়িত্ব নিচ্ছেন ইউনুস।

এক দিকে আশান্ত বাংলাদেশকে কী ভাবে নিয়ন্ত্রণ করবেন। অন্য দিকে বিএনপি এবং জামাতের মতো কট্টর ভারত বিরোধী শক্তি কী ভাবে কোন পথে এই  সরকারকে পরিচালিত করবে এবং তার প্রভাব বিদেশ নীতিতে কতটা পড়বে। আবার সেনারও একটা ভূমিকা থেকে যাচ্ছে। সেই সেনার মধ্যেও জামাত প্রভাবিত অফিসার এবং শেখ হাসিনার কাছের লোকও রয়েছেন। ফলে সব মিলিয়ে কাঁটার মুকুট মাথায় নিয়ে বাংলাদেশের দায়িত্ব পাচ্ছেন ইউনুস।

এদিকে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা প্রতিদিন বাড়ছে। আজই জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্ত এলাকার চিলডাঙা গ্রামে প্রায় ১২০০ বাংলাদেশিকে আটকেছে বিএসএফ। এমনিতেই বাংলাদেশে আশান্তি শুরুর পর থেকেই কড়া সতর্কতা জারি হয়েছিল সীমান্ত জুড়ে। তার ফলেই কাঁটাতার বিহীন এই সীমানা দিয়ে ঢোকার চেষ্টা করা বাংলাদেশিদের আটক করা গিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে তাঁদের মানিকগঞ্জ ফাঁড়িতে আটক করে রাখা হয়েছে বিএসএফের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *