নিজস্ব প্রতিনিধি, দাসপুর: আরজি করের ঘটনার (RG Kar Incident) প্রতিবাদে গোটা রাজ্য আন্দোলিত। সেই প্রতিবাদের সুর শোনা গেল স্বাধীনতা দিবসের সন্ধ্যাতেও। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে Kalora ‘We the People’ গ্রুপের ডাকে এক বিশাল মিছিলের আয়োজন হয়। প্রায় ২০০ জন পা মেলান সেই প্রতিবাদ মিছিলে, যাঁদের মধ্যে ৮০ শতাংশই ছিলেন মহিলা।
স্বতস্ফূর্ত এই মিছিল শুরু হয় কলোড়ার শহিদ স্মৃতি ভবন থেকে। কলোড়া ছাড়াও আশপাশের বাড়জালালপুর, সামাটবেড়িয়া, সুলতাননগরের মহিলারা এই প্রতিবাদ মিছিলে পা মেলান। দীর্ঘ এই মিছিল শেষ হয় কলোড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
মিছিল শুরুতে কাস্তে কবিতা আবৃত্তি করে সৃজনী ভট্টাচার্য। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সুলতাননগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম মাঝি, কলোড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিরঞ্জন রানা, নাড়াজোল রাজ কলেজের অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী এবং চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত প্রিয়াঙ্কা মান্না। সভা শেষ হয় কবি অসিতবরণ চক্রবর্তীর স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে।
বক্তরা প্রত্যেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেন। সেই সঙ্গে তুলে ধরেন সত্যকে আড়াল করার জন্য অনেক রকম খেলা শুরু হয়েছে। সেই সব চক্রান্তকে ভেঙে আসল দোষীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং যাঁরা সেই সব আসল অপরাধীদের আড়াল করার নানা চক্রান্ত করে যাচ্ছে বিচার চাই তাদেরও।