দাসপুর ও ঘাটাল বিধানসভার ২০০২ সালের ভোটার তালিকায় দেখে নিন আপনার নাম আছে কিনা!

নিজস্ব সংবাদদাতা: রাজ্যজুড়ে এস আই আর (Statewide Identification Register) ঘিরে যখন রাজনৈতিক তরজায় সরগরম বঙ্গ রাজনীতি, তখন দেখে নিন দাশপুর ও ঘাটাল বিধানসভা এলাকার ২০০২ সালের ভোটার তালিকা। ২০০২ সালের পুরনো ভোটার তালিকার দুটি লিংক রইল এই প্রতিবেদনে।

দুই দশক আগে কারা ছিলেন ভোটার তালিকায় কারা ছিলেন না তা জন্য যাবে এই লিঙ্ক দুটি থেক। এই দুটি লিংকে থাকা ভোটার তালিকাগুলি দাসপুর ও ঘাটাল বিধানসভা এলাকার পুরনো ইলেকটোরাল রোলের ডিজিটাল কপি। এস আই আর চালুর পর নাগরিক পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে এই ধরনের পুরনো তথ্যগুলি হতে পারে গুরুত্বপূর্ণ নথি।

বিশ্লেষকদের মতে, এস আই আর চালুর অন্যতম উদ্দেশ্য হল রাজ্যের নাগরিকদের তথ্য একত্রিত করা ও সরকারি ডেটাবেসে সঠিকভাবে সংরক্ষণ করা। কিন্তু পুরনো ভোটার তালিকা হাতে চলে আসায় প্রশ্ন উঠছে — এত বছরের ব্যবধানে কতজন প্রকৃত নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন, বা কতজন নতুনভাবে যুক্ত হয়েছেন?

SIR নিয়ে গোটা রাজ্যে বর্তমানে রাজনৈতিক তাপমাত্রা চড়ছে। একদিকে বলা হচ্ছে, “এস আই আর নাগরিক সুবিধা নিশ্চিত করবে”, অন্যদিকে বিরোধীরা অভিযোগ তুলেছে, “এই প্রকল্পের আড়ালে ভোটার যাচাইয়ের নামে রাজনৈতিক উদ্দেশ্য পূরণ হচ্ছে।”

নিচের লিং দুটিতে ক্লিক করে দেখে নিন কাদের কাদের নাম আছে কাদের নাম বাদ গিয়েছিল ২০০২ সালের ভোটার তালিকা থেকে।

ঘাটাল

দাসপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *