তামা শিল্পীদের বিশেষ কর্মশালা, বদলে যেতে পারে এলাকার অর্থনীতি

নিজস্ব প্রতিনিধি, দাসপুর: দাসপুর ১ পঞ্চায়েত সমিতি এলাকার তামা শিল্পীদের (Special workshop for copper artists) নিয়ে বিশেষ কর্মশালা, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু হল সোমবার। আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা পশ্চিম মেদিনীপুর ইমিটেশন জুয়েলারি (তামা) প্রোডিউসার কোম্পানি। দাসপুরের এক গেস্ট হাউসে এই কর্মশালার উদ্বোধন করেন দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র। কর্মশালা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

বেলা এগারোটা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ দিনের এই কর্মশালায় যোগ দিয়েছেন এলাকার কেন্দ্রীয় সরকারের হস্ত শিল্প বিভাগের পরিচয়পত্র প্রাপ্ত ২০ জন তামা শিল্পী। তাঁদের ডিজাইন, মার্কেটিং সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেবেন এই শিল্পের সঙ্গে যুক্ত পেশাদার ব্যক্তিরা, থাকবেন কেন্দ্রীয় সরকারের হস্ত শিল্প বিভাগের কলকাতা অফিসের আধিকারিকরাও।

উদ্বোধনী বক্তব্যে সুকুমার পাত্র জানিয়েছেন, ছোট ছোট এই শিল্পীদের জন্য রাজ্য সরকার কী ভাবে নানা প্রকল্প এবং সুবিধা দিয়ে থাকেন। তিনি আশা প্রকাশ করেন, আগমী দিনে দাসপুরের এই শিল্প বিশ্বের মানচিত্রে জায়গা করে নেবে।

দেখুন ভিডিও:

কর্মশালায় থাকছেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের হস্ত শিল্প বিভাগের কলকাতা অফিসের আধিকারিক সুধাংশু শেখর দাস। তিনি জানান, দাসপুরের তামা শিল্পীরা যাতে সরাসরি দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে এই শিল্পের রফতানি করতে পারেন তার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মের ব্যবস্থা করবেন। কর্মশালাটি পরিচালনা করছেন পশ্চিম মেদিনীপুর ইমিটেশন জুয়েলারি (তামা) প্রোডিউসার কোম্পানির দুই ডিরেক্টর বাচস্পতি চৌধুরী ও সূর্য কুমার মান্না। বাচস্পতি চৌধুরী আশা প্রকাশ করেছেন এমন একটি কর্মশালা থেকে শিল্পীরা প্রভুত উপকৃত হবেন।

কর্মশালার শুরুতেই এখানে যোগ দেওয়া তামা শিল্পীরা জানান, বর্তমানে এই শিল্পে কী কী সমস্যা দেখা দিচ্ছে। আগের মতো আর লাভ থাকছে না। তবে সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন মেলা বা প্রকল্প থেকেও তাঁরা কিছুটা সুবিধা পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *