ব্যুরো রিপোর্ট: ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (Dev Dipak Adhikari) ওরফে দেবকে তুমুল সমালোচনার মুখে পড়তে হচ্ছে সমাজ মাধ্যমে। (RG Kar Incident) আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য তথা দেশ, বিশ্ব যেখানে উত্তাল সেখানে নিজে একটি শব্দও খরচ করেননি ঘাটালের সাংসদ। তাতেই নিন্দার মুখোমুখি হতে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রামে।
তৃণমূলের সাংসদ হলেও রাজ্যের অনেক ইস্যু নিয়েই নিজের মতামত ব্যক্ত করেন দীপক অধিকারী। যেমন সন্দেশখালি ইস্যুতেও তিনি মুখ খুলেছিলেন। তবে দেবের সমালোচকরা বলেন, ‘তিনি সেই সব ইস্যুতেই মুখ খোলেন যাতে তাঁর রাজনৈতিক বা পেশাগত কেরিয়ারে কোনও সমস্যা হয় না। তাই তিনি সন্দেশখালি নিয়ে কথা বললেও, লোকসভা ভোটে কেশপুরে যে তাণ্ডব চলেছে তা নিয়ে তিনি একটি কথাও খরচ করেননি। কারণ সে ক্ষেত্রে তাঁর স্বার্থ জড়িয়ে রয়েছে। কেশপুরের ওই তাণ্ডবই তাঁকে বিপুল ভোটে ঘাটাল লোকসভায় জিততে সাহায্য করে’।
কেশপুর ইস্যুর পর এবার আরজি কর নিয়েও অদ্ভুত ভাবে নিশ্চুপ দীপক অধিকারী। বর্তমানে তিনি বিদেশে ছুটি কাটাচ্ছেন। সকাল সন্ধ্যা সেই ছবি তিনি ফেসবুক ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে তুলে ধরছেন। আর সেই সব পোস্টেই কড়া সমালোচনামূলক মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে। তবে এর মাঝেই তিনি তাঁর আগামী সিনেমা খাদানের টিজার রিলিজের ডেট পিছিয়ে দিয়েছেন। এবং কারণ হিসাবে আরজি করের ঘটনার কথা উল্লেখ করেছেন পোস্টটিতে। তবে সেই পোস্টটি তাঁর প্রোডাকশন হাউসের তরফে একটি বিজ্ঞপ্তি মাত্র। এ ছাড়া দেবের কোনও বক্তব্য মন্তব্য সোশ্যাল মিডিয়া পোস্ট কিছুই পাওয়া যায়নি আরজি করের ঘটনা নিয়ে।
শুধু সমালোচনা নয়, অনেকেই ছাপার অযোগ্য ভাষাতেও সাংসদকে আক্রমণ করেছেন। তবে অনেকেই আবার খাদানের টিজার রিলিজের বিজ্ঞপ্তির পোস্টে দেবের প্রতি সমর্থন দেখিয়েছেন।