Budget 2024: বিহার অন্ধ্রে কল্পতরু! চুপ মনিপুর, যুবকদের কর্মসংস্থানে

ব্যুরো রিপোর্ট: বিহার, অন্ধ্রপ্রদেশের শাসক দল এনডিএ সরকার টিকিয়ে রাখলেও স্পেশাল স্ট্যাটাস যে মিলবে না তা আগেই কার্যত পরিষ্কার হয়ে গিয়েছিল। কিন্তু দুই এনডিএ শরিককে খুশি করতে বিহার অন্ধ্রের জন্য ঢালাও প্রতিশ্রুতি মিলল কেন্দ্রীয় বাজেটে (Budget 2024)। তবে গত প্রায় এক বছর ধরে জ্বলতে থাকা মনিপুরের কোনও উল্লেখ মিলল না গোটা বাজেটে। একই সঙ্গে দেশের বাড়তে থাকা বেকারত্ব দূর করতেও কোনও দিশা দেখাতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

বিহারের জন্য কেন্দ্রীয় বাজেটে আলাদা করে হাজার হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন নির্মলা সীতারমন। এই প্যাকেজে বিহারের পরিকাঠামো, পর্যটন, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কাজে লাগানো হবে।

বাজেট ২০২৪: বিহারের বরাদ্দ ও প্রকল্প

বিহারের হাইওয়ের জন্য ২০ হাজার কোটি টাকা বিমানবন্দর, মেডিক্যাল কলেজ ও ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলা হবে। পাটনা-পুনিয়া এবং বক্সার-ভাগলপুর এক্সপ্রেসওয়ের মতো সড়কগুলি উন্নত করা হবে। বক্সারে গঙ্গার উপর অতিরিক্ত দু’লেনের সেতু নির্মাণে মোট খরচ হবে ২৬ হাজার কোটি টাকা।

২১ হাজার ৪০০ কোটি টাকায় পিরপেন্টিতে ২ হাজার ৪০০ মেগাওয়াটের নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। বন্যা মোকাবিলায় বিহারকে ১১ হাজার ৫০০ কোটি বরাদ্দ করা হয়েছে। এছাড়াও গয়াকে বিশেষ শিল্পকেন্দ্র হিসাবে বিকশিত করা-সহ একাধিক প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি এনডিএ শরিক টিডিপি পরিচালিত এন চন্দ্রবাবু নাউডুর অন্ধ্রের জন্যও ১৫ হাজার কোটি টাকার নানান প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে।

কিন্তু মনিপুর বা পুরো উত্তর-পূর্ব রাজ্যের জন্য এই বাজেটে বিশেষ কিছুই উল্লেখ করা হয়নি। জ্বলতে থাকা মনিপুর নিয়ে প্রধানমন্ত্রী বিশেষ মুখ খোলেননি গত এক বছরে। এমনকি দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ এমনকি বিদেশ ভ্রমণ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সময় কালের মধ্যে একবারও মনিপুরে পা রাখেননি। মনিপুরে দুটি লোকসভা আসনই জিতে নিয়েছে কংগ্রেস।

সিপিএম, কংগ্রেস, তৃণমূলের আরও অভিযোগ গোটা বাজেটে কর্মসংস্থান নিয়ে কোনও দিশা নেই। বাংলার কপালে বঞ্চনা আর বিহার, অন্ধ্রের জন্য কল্পতরু হওয়ার জন্য নরেন্দ্র মোদির এনডিএ সরকারের তুমুল সমালোচনা এসেছে তৃণমূলের তরফেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *