নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বরাহনগর উপনির্বাচনে (WB bye election 2024) জয়ী তৃণমূল (TMC) প্রার্থী সায়ন্তীকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) এবং ভগবানগোলার রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ ঘিরে বিধানসভা এবং রাজ্যপাল সংঘাত এবার সপ্তমে চড়ল। রাজ্যপাল সি ভি আনন্দ বোস রীতিমতো জরিমানার হুমকি দিয়ে চিঠি দিলেন এই দুজনকে।
উপনির্বাচনে জয়ের পর থেকেই শপথগ্রহণ ঘিরে জটিলতা চলছিল। এমনকি শপথ গ্রহণ করতে চেয়ে ধর্নাতেও বসেন সায়ন্তীকারা। জল গড়ায় দিল্লি পর্যন্তও, রাষ্ট্রপতিকেও চিঠি লেখেন সায়ন্তীকারা। অবশেষে রাজ্যপাল চিঠি দিয়ে জানান বিধানসভার ডেপুটি স্পিকার এই শপথ গ্রহন করাতে পারেন। তাঁকেই তিনি মনোনিত করেন। কিন্তু ডেপুটি স্পিকার বিধানসভায় বলেন, হাউসে স্পিকার উপস্থিত থাকতে তিনি শপথ বাক্য পাঠ কেন করাবেন। তার পরই সোমবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সায়ন্তীকাদের শপথ বাক্য পাঠ করান।
এর পর সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস চিঠি দেন সায়ন্তীকা এবং রেয়াত হোসেনকে। সেখানে তিনি প্রশ্ন তোলেন কে শপথবাক্য পাঠ করিয়েছেন? তাঁর মনোনিত ব্যক্তি ছাড়া অন্য কেউ শপতবাক্য পাঠ করালে তা বেআইনি। এই অবস্থায় যদি ওই বিধায়করা বিধানসভায় অধিবেশনে অংশ নেন তবে তাঁদের প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানা করা হবে। সে ক্ষেত্রে তিনি আইনের ধারাও তুলে ধরেছেন তাঁর বক্তব্যের স্বপক্ষে।
এই অবস্থায় সরকার বা বিধানসভার তরফে কী পদক্ষেপ করা হয় তাই দেখার অপেক্ষায় রাজ্যবাসী। সেই সঙ্গে রাজভবনের তরফেও নতুন করে কোনও পদক্ষেপ করা হবে কিনা সেই দিকেও তাকেয় সংশ্লিষ্ট সব মহল।