RBI hikes ATM withdrawals fee: ফের বাড়ল এটিএম ব্যবহারের খরচ

ব্যুরো রিপোর্ট: ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) ১ মে, ২০২৫ থেকে ATM ব্যবহারের খরচ বাড়ার কথা ঘোষণা করল। আগে যে খরচ ২১ টাকা ছিল তা এবার ২ টাকা বেড়ে ২৩ টাকা হতে চলেছে। বাকি নিয়ম যেমন ছিল তেমনই থাকছে।

আগে গ্রাহকদের নিজের ব্যাঙ্কের এটিএম থেকে ৫ বার বিনামূল্যে টাকা তোলা যেত। অন্য ব্যাঙ্কের এটিএম থেকে মেট্রো শহর এলাকায় ৩ বার ও বাকি এলাকার এটিএম থেকে মাসে ৫ বার টাকা টাকা তোলা যেত। সেই সীমা অতিক্রান্ত হয়ে গেলে প্রতি টাকা তোলার ক্ষেত্রে এবার ২১ টাকার বদলে দিতে হবে ২৩ টাকা। এই বিনামূল্যে এটিএম ব্যবহারে ক্ষেত্রে ব্যালেন্স এনকোয়ারি বা অন্য কাজে ব্যবহারকেও ধরা হবে।

কেন আরবিআই এটিএম ফি বৃদ্ধি করেছে?

আরবিআই এই বৃদ্ধিকে মান্যতা দিয়ে জানিয়েছে, যে এটিএম রক্ষণাবেক্ষণের ক্রমবর্ধমান খরচ মেটাতে এটা প্রয়োজন ছিল। কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ ২০২১ সালে এটিএম থেকে টাকা তোলার ফি সংশোধন করে, চার্জ ২০ টাকা থেকে বাড়িয়ে ২১ টাকা করে। তার পর ফের সেই খরচ বাড়ল গ্রাহকদের জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *