নিজস্ব সংবাদদাতা, দীঘা: Weather Update: আগামী কয়েক দিন সতর্ক থাকুন, ধেয়ে আসছে দুর্যোগ। ধেয়ে আসছে প্রবল বৃষ্টি। দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলায়। নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুরের দীঘা মান্দারমনি তাজপুর সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ বুধবার থেকে প্রবল দুর্যোগের আশঙ্কা করছে প্রশাসন।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বেলা বাড়ার সঙ্গে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। পর্যটন শহর দীঘা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সকাল থেকে আকাশের মুখ ভার, সেই সঙ্গেই বইছে ঠাণ্ডা হাওয়া। কোথাও কোথাও আবার শুরু হয়েছে দু-এক পশলা বৃষ্টি।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বুধবার রাজ্যের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও প্রাক বর্ষার জেরে এই পূর্বাভাস। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সতর্ক থাকতে বলা হয়েছে উপকূলবর্তী এলাকার পর্যটকদেরও।
দেখুন ভিডিও: