নিজস্ব প্রতিনিধি, গড়বেতা: দুধের শিশুকে তন্ত্রসাধনায় বলির চেষ্টার অভিযোগে গ্রেফতার এক প্রতিবেশী ও তার পরিবারের ৪ জন। ঘটনা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা (Garbeta) ৩ নম্বর ব্লকের।
অভিযোগ গড়বেতা তিন নম্বর ব্লকের সারগা গ্রামের এক শিশুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সিঁদুর মাখিয়ে হত্যার চক্রান্ত করেছিল রনজিত রুইদাস নামের এক প্রতিবেশী। শিশুটির পরিবার জানিয়েছে, শিশুকে তার মা বাড়িতে ঘুম পাড়িয়ে কাজে বার হন। বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন।
চারদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়ির একটি বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে, গোটা গায়ে সিঁদুর মাখানো। তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে। আর তারপরেই অভিযোগ ওঠে রঞ্জিত রুইদাসের বিরুদ্ধে।
উল্লেখ্য বছরখানেক আগে থেকেই তান্ত্রিক বিদ্যা শিখছেন অভিযুক্ত ওই ব্যক্তি। গত বেশ কয়েক মাস ধরেই ওই রঞ্জিত রুইদাসের উপর নজর রাখছিলেন প্রতিবেশীরা। বাচ্চাটির পরিবারের লোকজনের অভিযোগ এবং প্রতিবেশীদের ক্রমান্বয়ে অভিযোগের ভিত্তিতেই রঞ্জিত রুইদাস সহ তার পরিবারের প্রায় ৫ জনকে তুলে নিয়ে যায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।