নিজস্ব সংবাদদাতা, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই (এম) নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhdeb Bhattachariya) ইচ্ছা মেনে তাঁর দেহ দান করার কথা ঘোষণা করা হয়েছে দলের তরফে। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। আগামিকাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে তাঁর দেহ।
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকালে তাঁর দেহ বাসভবন পা অ্যাভিনিউয়েই রাখা ছিল। সেখানেই তাঁর শেষ ইচ্ছানুযায়ী চক্ষুদান করা হয়। আজ তাঁর দেহ বাস ভবন থেকে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়।
আগামিকাল সকাল প্রথমে বিধানসভা ভবন এবং সেখান থেকে পরে দলের সদর কার্য্যালয় মুজফ্ফর আহমেদ ভবনে নিয়ে যাওয়া হবে। সাধারণ মানুষ পার্টি কর্মী সবার শ্রদ্ধা জানানোর ব্যবস্থা থাকবে সেখানে। তার পর বিকালে দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। সেখান থেকে দেহ দানের জন্য নীলরতন সরকার মেডিক্যাল ও হাসপাতালে নিয়ে যাওয়া হবে দেহ। বিকেল ৪টা নাগাদ দেহ দান প্রক্রিয়া হবে বলে জানানো হয়েছে সিপিএমের তরফে।
বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে আজ পূর্ণদিবস সরকারি ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় শোক প্রকাশ করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, রাজ্যের তরফে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ যাত্রা। দেওয়া হবে গান স্যালুটও।